পিরোজপুরের কাউখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এ ক্যাম্প পরিচালিত হয়। দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. রফিকুল কবির লাভলুর তত্ত্বাবধানে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রফিকুল কবির লাভলু। এছাড়া আরও উপস্থিত ছিলেন—কাউখালী উপজেলা বিএনপি'র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ , যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, বিএনপির নেতা মনজুরুল কবির পিয়ারু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলাদ হোসেন মইন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক বৃন্দ।
ঢাকা পঙ্গু হাসপাতালের বিশেষজ্ঞ প্রাক্তন অধ্যাপক ডা. রফিকুল কবির লাভলু ও ডা. শিকদার মাহমুদ হোসেন জানিয়েছেন, বিএনপির উদ্যোগে কাউখালীতে প্রতি মাসের শেষ শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।